AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা-সিলেট মহাসড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান


ঢাকা-সিলেট মহাসড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকা দখল মুক্ত করতে ফুটপাত ও মহাসড়কে থাকা অবৈধ কাঁচাবাজার ও দোকান পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (পূর্বাচল রাজস্ব সার্কেল) ওবায়দুর রহমান সাহেলের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া গোল চত্বর থেকে গোলাকান্দাইল বাসস্ট্যান্ড পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন তারা।

অভিযানে অবৈধভাবে পার্কিং করা বাস, প্রাইভেটকার, শরবতের দোকান, ভাসমান কসমেটিকসের দোকান ও কাঁচামালের দোকানসহ সকল প্রকার দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাতে বসা চৌকি, ভ্যানগাড়ি সহ সকল প্রকার স্থাপনা জব্দ করে ট্রাকে তোলে নিয়ে যাওয়া হয়।


অপরদিকে অভিযানে শেষে হকার ব্যবসায়ীরা আহাজারি করে বলেন , ঈদুল ফিতরকে সামনে রেখে তাদেরকে এভাবে উচ্ছেদ করে দেয়া হয়েছে তাদের ফ্যামিলি নিয়ে তারা এখন কি করবে তাদের অনেকে ধার করা লোন নেয়া টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে এখন তারা ধার লোন কি ভাবে পরিশোধ করবে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে । ঈদের আগে কাজ কোথায় পাবে তাদেরকে ঈদের আগ পর্যন্ত ব্যবসা করার দাবি জানান তারা। এবং স্থায়ীভাবে ব্যবসা করার জন্য নিদ্রিষ্ট জায়গার ব্যবস্থা না করে দিয়ে তাদের কে এখান থেকে যেন উচ্ছেদ করা না হয়।

অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তারিকুল আলম, গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানসহ উপজেলা পরিষদের সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।


ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবায়দুর রহমান সাহেল বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা জেলা প্রশাশন পুলিশ প্রশাসন । ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকার মহাসড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে রেখেছে এতে করে পথচারীদের চলাচলের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। যানজট নিরসন এবং ফুটপাতে পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছি ভবিষ্যতে যেন তারা এভাবে রাস্তা দখল করে মানুষের ভোগান্তি সৃষ্টি না করে । আমরা তাদেরকে সতর্ক করার পাশাপাশি অভিযান পরিচালনা করছি। সকলের সহযোগিতা ও সচেতনতা পারবে সড়ক দখল মুক্ত করতে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!