শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি`র) অভিযানে ১০ বোতল ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) দিবাগত রাত্রি ১৬.১৫ ঘটিকার সময় শেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ কামরুজ্জামান এর নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানাধীন পলাশীকুড়া গ্রামস্থ জিহাদ এন্টারপ্রাইজ এর সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে ১০ (দশ) বোতল ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার পূর্বক ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামি ১। চরন কোচ (২৫), পিতা- হারাধন কোচ, মাতা- নলিতা রাণী, সাং- পশ্চিম সমশ্চুরা, থানা- নালিতাবাড়ী, জেলা- শেরপুর। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য = ৩০,০০০/- (ত্রিশ হাজার ) টাকা।
মাদক উদ্ধার ও আসামি গ্রেফতার সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নালিতাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :