AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরগঞ্জে জেন্ডার বিষয়ক কর্মশালা ও চুড়ান্ত ডিআরআর নির্বাচন


সুন্দরগঞ্জে জেন্ডার বিষয়ক কর্মশালা ও চুড়ান্ত ডিআরআর নির্বাচন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক (SLCRDCR-।।)  প্রকল্পের আয়োজনে বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা ও দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবী ডিআরআর চুড়ান্ত ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
 

গত রোববার বিদ্যালয়ের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্টি অফিসের আর্থিক ও কারিগরি সহায়তায় (SLCRDCR-।।)  প্রকল্পের জেন্ডার বিষয়ক কর্মশালা ও  চুড়ান্ত ডিআরআর নির্বাচন সম্পন্ন হয়।
 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সেকেন্দার আলী সরকার, সহকারি শিক্ষক মো. মুসলিম আলী, মো. জালাল উদ্দিন, (SLCRDCR-।।)  প্রকল্পের টেকনিকেল অফিসার রুশেল মিস্ত্রী রতন, স্কুল ফ্যাসিলিটেটর মাসুদুর রহমান, শিউলী আকতার, শিক্ষার্থী আইরিন আকতার, খুকুমনি আকতার প্রমুখ। কর্মশালায় শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী, কমিউনিটি লিডার, স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।
 

এর আগে  লিখিত ভাবে উত্তীর্ণ দুর্যোগ মোকাবেলায় ২৪ জন স্বোচাসেবী ডিআরআর চ্যম্পিয়ানদের মধ্যে হতে উপস্থি বক্তিতার মাধ্যমে ১০ জনকে ডিআরআর চ্যাম্পিয়ান চুড়ান্ত ভাবে নির্বাচন করা হয়। এরা দুর্যোগ মোকাবেলায় কাজ করবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!