গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খান্দারপাড়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে খান্দারপাড়া ইউনিয়নের পুরাতন বোর্ড অফিস মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির ১, ২ ও ৩ নং ওয়ার্ড এ সম্মেলনের আয়োজন করে।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাফর আহাম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এরশাদ হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, খান্দারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শাহিদুল ইসলাম মুন্সি।
১ নং ওয়ার্ড বিএনপি আহবায়ক ও সদস্য সচিব নির্বাচিত হন মোঃ ইয়াসিন শেখ ও মোঃ জাকির হাওলাদার, ২নং ওয়ার্ড বিএনপি আহবায়ক ও সদস্য সচিব নির্বাচিত হন কামিল মুন্সি ও হাসমত শেখ এবং ৩নং ওয়ার্ড বিএনপি আহবায়ক ও সদস্য সচিব হিসাবে মোঃ মনির শেখ ও মোঃ কাশেম শেখ এর নাম ঘোষণা করা হয়। সম্মেলন শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :