ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে জিয়া সাইবার ফোর্সের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) রাত ৮ টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন অস্থায়ী অফিসে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন জিয়া সাইবার ফোর্সের সদস্যরা। এর আগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন সংগঠনটির জেলা-উপজেলার নেতাকর্মীরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জিয়া সাইবার ফোর্সের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম সেতু শেখ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রায়হান কবির সোহাগ।
এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ যখন মিডিয়ার কণ্ঠ, লেখুনি বন্ধ করে রেখেছিল। তখন জিয়া সাইবার ফোর্স দেশে ঘটে যাওয়া আসল ঘটনা গুলোকে জনগণের মাধ্যমে তুলে ধরেছি। বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদ আওয়ামী লীগ যখন নানান বিভ্রান্তিমুলক কথা ছড়াচ্ছিলো তখন জিয়া সাইবার ফোর্স তার প্রতিবাদ করেছে এবং আসল ঘটনা সবার সামনে তুলে ধরেছে। গত ১০ বছর ধরে এই ফোর্স কাজ করে যাচ্ছে। যেকোন অপ্রচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো।।
এসময় আরো বক্তব্য দেন, জেলা তাতী দলের সাধারণ সম্পাদক শিমুল প্রধান, জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী, সহ সভাপতি রেজাউল করিম রেজাসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে জিয়া পরিবার ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দেশের কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :