চট্টগ্রামের বোয়ালখালীর কধুরখীল ইউনিয়নের শরীফ পাড়া চৌধুরী হাট সংলগ্ন সৈয়দখালের সংযোগ খাল অবৈধ ভাবে দখল করে স্থাপনা নির্মাণ করায় জনৈক মোহাম্মদ ইউনুচ (৭৮), পিতা- মৃত সোলতান আহমদকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ৫০,০০০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করার পাশাপাশি কৃত্রিম বাঁধ অপসারণ করা হয় এবং নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ও ভূমি অফিসের সংশ্লিষ্ট স্টাফগণ। অভিযান পরিচালনায় সহায়তা করেন বোয়ালখালী থানা পুলিশ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :