ভোলার চরফ্যাশনে গণঅধিকার পরিষদের পৌরসভা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা, ইফতার ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে চরফ্যাশন পৌরসভা গণঅধিকার পরিষদের আয়োজনে উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ে এই পরিচিতি সভা, ইফতার ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় চরফ্যাশন পৌরসভা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ ইমামুল ইসলাম ইমরানের সঞ্চালনায় ও আহবায়ক শাহ মোহাম্মদ ইয়ামিনের সভাপতিত্বে পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভোলা জেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মো.আতিকুর রহমান আবু তৈয়ব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.মোতাহার হোসেন আলমগীর মালতীয়া,জামায়তে ইসলামীর চরফ্যাশন উপজেলার আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন,চরফ্যাশন উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক এম.টি.আই মাসুদ চৌধুরী, যুগ্ম আহবায়ক মো. শফিউল্ল্যাহ শফি,মো.রুহুল আমীন,সদস্য সচিব মো.সোহেল শিকদার, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চরফ্যাশন উপজেলার যুগ্ম আহবায়ক মো.ছালাউদ্দিন,বাংলাদেশ নাগরিক পার্টির চরফ্যাশন উপজেলার সম্বনায়ক মো.ফয়সাল আহমেদ প্রমুখ।
এছাড়াও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :