রক্তরাঙা শিমুল ফুলে ছেয়ে গেছে প্রকৃতি।প্রকৃতিতে ছড়াচ্ছে মুগ্ধতা। প্রস্ফুটিত শিমুল ফুলের অপরুপ দৃশ্য জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। শিমুল ফুলের লাল রংয়ে প্রকৃতি সেজেছে এক অন্যরকম সাজে।যেন প্রকৃতিতে রংয়ের খেলা চলছে।
ঋতুরাজ বসন্তে ময়মনসিংহের নান্দাইলে প্রকৃতিকে রাঙিয়ে ফুটছে শিমুল ফুল।রক্ত লাল শিমুল ফুলে প্রকৃতির সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিয়েছে। যেদিকে দুচোখ যায় সেদিকেই চোখে পড়ে লাল রঙের আভা।
যদিও আগের মত শিমুল গাছ আর নেই।তবুও উপজেলার গ্রাম বাংলার মেঠো পথের ধারে, ভিটা বাড়ির পতিত জমিতে দেখা মিলছে রক্ত লাল শিমুল ফুল। লাল ফুল আর কোকিলের কুহু কুহু ডাক মনে করিয়ে দেয় বসন্তের আগমনী বার্তা।
সরেজমিন বীরকামট খালী,চরকামট খালীসহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে প্রতিটি গাছে ফোটা রক্তরাঙা শিমুল ফুলে ছেয়ে গেছে পুরো এলাকা। যেদিকে চোখ যায় শিমুলের রক্তিম আভায় চোখ আটকে যায়।
শিমুল ফুলে মৌমাছির গুনগুন শব্দ ও উড়োউড়ি প্রকৃতিতে অন্যরকম এক আবহ তৈরি করেছে।অনেক প্রকৃতিপ্রেমীরা শিমুল ফুলকে ভালোবেসে সেলফি তুলছে।
কালের বিবর্তনে আর আধুনিকতার ছোয়ায় গ্রাম বাংলার বুক থেকে হারিয়ে যেতে বসেছে রক্তরাঙা এসব শিমুল গাছ।প্রতিনিয়ত বিলুপ্ত হয়ে যাচ্ছে শিমুল গাছ।সেই সাথে কমেছে মনোমুগ্ধকর শিমুল ফুল।তবুও শিমুল ফুলের প্রতি মানুষের অন্যরকম ভালোবাসা।
স্থানীয় বীরকামট খালী দক্ষিণ বাজারের পল্লী চিকিৎসক গোলাম মোস্তফা বলেন,শিমুল ফুলের অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে।সত্যিই প্রকৃতিকে যেন নতুন রূপ দিয়েছে রক্তরাঙা শিমুল ফুল।
নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাইমা সুলতানা বলেন,শিমুল ফুল প্রকৃতির সৌন্দর্যবর্ধক একটি ফুল।শিমুল ফুল না ফুটলে যেন বসন্তই মনে হয় না। বসন্ত এলেই চলে আসে শিমুল ফুলের কথা।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :