AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
নেশার টাকা না পেয়ে

মাটিরাঙ্গায় বৃদ্ধ মা-বাবাকে কুপিয়ে জখম করেছে ছেলে


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০১:০৬ পিএম, ৭ মার্চ, ২০২৫
মাটিরাঙ্গায় বৃদ্ধ মা-বাবাকে কুপিয়ে জখম করেছে ছেলে

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নেশার টাকা না পেয়ে গভীর রাতে বৃদ্ধ মা-বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে মাদকাসক্ত ছেলে।

শুক্রবার (৭মার্চ) গভীর রা‌তে উপ‌জেলার বেলছ‌ড়ি ইউ‌পির ক্যাম্পটিলা নামক এলাকায় এ ঘটনা ঘ‌টে। 

মাদকাসক্ত ছেলে আবুল কালাম আজাদ (৩৫) সে উপজেলার বেলছড়ি ইউপির ১নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে। জখম হওয়া বাবা- মা হ‌লেন, আব্দুর রহিম (৬৫) ও আমিনা বেগম (৬০) । 

স্হানীয়রা জানান,ছেলেটা মাদকাসক্ত, সে বিবাহিত, মাদকাসক্ত হওয়ায় তার বাবা মায়ের উপর ছেলের পরিবারের দায়িত্ব পালন করতে হয়,বৃদ্ধ বাবার পক্ষে সংসার চালানো সম্ভব না হওয়া ঘর থেকে বের করে দেয়া হয় ছেলের পরিবারকে। এক পর্যায়ে গতরাতে ছেলে বাড়িতে এসে বাবা-মাকে টাকা দিতে বলে,এক পর্যায়ে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষুব্ধ হয়ে  ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।বাবা মায়ের চিৎকার চেচামেচিতে এলাকার লোকজন দৌড়ে এসে ছেলের হাত থেকে দা কেড়ে নিয়ে বাবা মাকে উদ্ধার করে। দ্রুত থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ এসে ঘটনাস্থল হতে তাকে আটক করে। 

স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে মা‌টিরাঙ্গা হাসপাতা‌লে নি‌য়ে  যান,হাসপাতা‌লের তথ্যানুযায়ী জখম হওয়া বাবা আব্দুর রহিমের মাথা, দুই হাত ও বাম কাঁ‌ধে এবং মা আমিনা মা ঘাড়ে ও চোখের ভ্রুতে মারাত্মক কো‌পের জখম র‌য়ে‌ছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে উন্নত চি‌কিৎসার জন্য চট্টগ্রাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ মো. তৌ‌ফিকুল ইসলাম তৌ‌ফিক জানান,রাত আনুমানিক ১টার দি‌কে অ‌ভিযুক্ত আবুল কালাম আজাদ বাড়িতে ফিরে নেশার টাকার জন্য বাবা-মাকে চাপ দেয়।  টাকা দি‌তে অপারগতা প্রকাশ কর‌লে ক্ষিপ্ত হ‌য়ে সে ধারা‌লো দা দি‌য়ে এ‌লোপাতা‌ড়ি কুপিয়ে বাবা-মা‌কে গুরুতর জখম করে।  


একুশে সংবাদ// এ.জে

Link copied!