মুন্সীগঞ্জের লৌহজংয়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৪টি বসতঘর। বৃহস্পতিবার (৬মার্চ) দিবাগত রাত সোয়া ১২ টার সময় লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের উত্তর কাজীর পাগলা গ্রামের কালাম মেম্বার (সাবেক মেম্বার) বাড়ীর ইফসুফ মাষ্টার, আব্দুর রব মাষ্টার , মতিন মিয়া , মনজুরুল মাসুদের টিনকাঠের মোট ৪টি ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে লৌহজং ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ সুমন আলীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের ২ ইউনিটের চেষ্টায় প্রায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে ৪টি বসত ঘর এবং আসবাবপত্র আগুনে পুড়ে মোট আনুমানিক প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্তরা জানান ।
লৌহজং ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ সুমন আলী জানান, ধারণা করা হচ্ছে রান্নার গ্যাসের চুলা হতে আগুন লাগতে পারে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ২ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত আব্দুর রব মাষ্টার জানান, এতে ৪টি বসত ঘর এবং বাড়ীর আসবাবপত্রসহ প্রায় সবই আগুনে পুড়ে গেছে।তবে এতে করে অনেক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্তরা জানান।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :