চট্টগ্রামে বোয়ালখালী পৌরসভা ০২ নং ওয়ার্ড শাখার ইসলামী সমাজ কল্যান পরিষদের উদ্দ্যোগে রমাদানের ইফতার সামগ্রী বিতরন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সংগঠনের সদস্য মুহাম্মদ জুবাইর হোসেন এর সঞ্চালনা ও সভাপতি আলতাফ চৌধুরীর সভাপতিত্বে রমাদানের ফুডফ্যাক বিতরন অনুষ্ঠিত হয়। বক্তারা মাহে রমাদানের তাৎপর্য ও রমাদানের শিক্ষার আলোকে সমাজ গড়ার জন্যে সবার প্রতি অনুরোধ করেন।
এছাড়া সমাজের প্রতিটি বিত্তশালী লোকদেরকে সমাজ কল্যান পরিষদের মতো সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আসার অনুরোধ জানান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মুহাম্মদ ইদ্রিচ আলম, পৌরসভা জামায়াতের সহকারি সেক্রেটারি আবুল মনসুর, বিশিষ্ট সমাজসেবক ইব্রাহিম তালুকদার, আজিজুল হক, মুহাম্মদ মামুন, নাজিম উদ্দিন টিটু, সাজ্জাদ চৌধুরী, আবু সাঈদ চৌধুরি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :