মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত ও মাদকব্যাবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ।
থানা সুত্রে জানা যায়, গত ৬ মার্চ বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানামূলে পলাতক আসামি জাহিদ আলী মাঝিকে (২৭) শ্রীনগর থানার পশ্চিম হাঁসাড়া এলাকার তার বসত বাড়ি হইতে গ্রেফতার করেন শ্রীনগর থানা পুলিশ। আসমী জাহিদ আলী মাঝি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়া গ্রামের মৃত হোসেন মাঝির ছেলে।
একই দিনে ০২ টি গ্রেফতারি পরোয়ানামূলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পূর্ব আটিপাড়া (খানাবাড়ী) গ্রামের মো. মিন্টু খানের স্ত্রী সুলতানা বেগমকে তার নিজ বসত বাড়ী হইতে গ্রেফতার করেন শ্রীনগর থানা পুলিশ।
গত ৫ মার্চ গ্রেফতারি পরোয়ানামূলে ০২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি মীর হোসেন ঢালী (৩৫) শ্রীনগর থানার কুকুটিয়া এলাকা হতে গ্রেফতার করা হয়। তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কুকুটিয়া গ্রামের আঃ সামাদ ঢালীর ছেলে।
গত ৪ মার্চ ১১.২০ ঘটিকার সময় র্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর মুন্সীগঞ্জ এর একটি টিম শ্রীনগর থানাধীন ব্রজেরপাড়া সাকিনস্থ শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের উত্তর পাশের পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ার (২৩), পিতা-মোঃ তোফাজ্জেল হোসেন, মাতা-মোসাঃ পারুল বেগম , গ্রাম- সুরদিয়া (ইউপি-কুকুটিয়া) , উপজেলা/থানা- শ্রীনগর, জেলা -মুন্সিগঞ্জ, বর্তমান: গ্রাম- বাবুর দিঘীরপাড় (ওহিদুর রহমান সাহেবের বাসার ভাড়াটিয়া) , উপজেলা/থানা- শ্রীনগর, জেলা -মুন্সীগঞ্জকে ০২ বোতল ফেন্সিডিল সহ ধৃত করে। পরবর্তীতে তার বিরুদ্ধে শ্রীনগর থানায় নিয়মিত মাদক মামলা রুজু করত বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. শাকিল আহাম্মেদ জানান, গ্রেফতাকৃত আসামীদের আইনি প্রক্রীয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :