AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতীয় খাসিয়াদের হামলায় বাংলাদেশি যুবক নিহত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সিলেট
০৪:৪৫ পিএম, ৭ মার্চ, ২০২৫
ভারতীয় খাসিয়াদের হামলায় বাংলাদেশি যুবক নিহত

সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের এক যুবক ভারত সীমান্তের ভেতরে নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনা ঘটে, যা আজ শুক্রবার প্রকাশ্যে আসে।

নিহত যুবকের নাম সাহেদ মিয়া। তিনি মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবি নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, নিহত সাহেদ চোরাকারবারে জড়িত ছিল। তিনি বৃহস্পতিবার ভোররাতে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেন। সে সময় ভারতীয় খাসিয়া চোরাকারবারিদের সঙ্গে দ্বন্দ্ব হয় তাঁর। এক পর্যায়ে চোরাকারবারিদের উপর্যুপরি আঘাতে মৃত্যু হয় শাহেদ মিয়ার।

নিহতের মরদেহ আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে পাশাপাশি ওই ভারতীয় খাসিয়াকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে বিএসএফকে আহ্বান জানানো হয়েছে বলেও জানায় বিজিবি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আউয়াল মিয়া বলেন, ‘বিজিবির কাছ থেকে এরকম একটি ঘটনার খবর পাওয়া গেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দেশে নিয়ে আসার প্রস্তুতি চলছে।’

সিলেটহত্যানিহতের খবরহত্যাকাণ্ডভারতনির্যাতনসিলেট জেলাকানাইঘাট
 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!