AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রমজানের প্রথম জুমায় ভাঙ্গুড়ায় মসজিদে-মসজিদে মুসল্লিদের ঢল


রমজানের প্রথম জুমায় ভাঙ্গুড়ায় মসজিদে-মসজিদে মুসল্লিদের ঢল

চলছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। বছরের অন্যান্য মাসের চেয়ে রমজান মাস সমগ্র মুসলিম উম্মাহর কাছে অনেক তাৎপর্যপূর্ণ।

তাইতো পবিত্র রমজানের প্রথম জুমায় পাবনার ভাঙ্গুড়া উপজেলার মসজিদে-মসজিদে ঢল নামে মুসল্লিদের। বয়ান ও খুতবায় সিয়াম সাধনার গুরুত্ব তুলে ধরা হয়। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্বের মুসলিমদের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজে মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় উপজেলার মসজিদগুলো। কোথাও-কোথাও মসজিদের ভেতরে মুসল্লিদের নামাজের জায়গার সংকুলান না হওয়ায় বাইরে নামাজ পড়তে দেখা গেছে।

উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ জামে মসজিদ, ভাঙ্গুড়া উপজেলা মডেল মসজিদ, উত্তর মেন্দা পূর্ব পাড়া হযরত ওমর (রা.) জামে মসজিদ, চৌবাড়ীয়া ভদ্রপাড়া জামে মসজিদসহ বেশ কয়েকটি মসজিদ ঘুরে এমন দৃশ্য দেখা যায়।

নামাজের শুরুতে বিভিন্ন মসজিদের ইমামগণ খুতবায় রমজানের আমলের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। নামাজের পাশাপাশি যাকাত আদায়ের গুরুত্ব ও কারা যাকাতের প্রথম হকদার তা তুলে ধরেন।

নামাজ শেষে মুসল্লিরা জানান, নামাজে আল্লাহর দরবারে নিজেদের সঁপে দেন তারা। রমজানের প্রথম জুমার জামাতে অংশ নিতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছেন তারা। পাশাপাশি এবারের রমজানের বাকি জুমার নামাজ পড়ার আশা করেন মুসল্লিরা।


একুশে সংবাদ// এ.জে

Link copied!