AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক মহোৎসব পরিদর্শন


বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক মহোৎসব পরিদর্শন

চট্টগ্রামের বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক মহোৎসব পরিদর্শন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১২ঃ০০ টায় বোয়ালখালীর পূর্ব শাকপুরা শ্রীশ্রী দশভূজা মাতৃমন্দির মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে সর্বজনীন শ্রী শ্রী গীতা পাঠ ধর্মীয় আলোচনা ও ষোড়শ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ মহোৎসব পরিদর্শন করেছেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী। এতে মহোৎসব উপলক্ষে আয়োজক কমিটির সাথে শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ। 

এ সময় উপস্থিত ছিলেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও দেশের অন্যতম সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক সাংবাদিক বিপ্লব জলদাস, সংগঠনের যুগ্ম সম্পাদক ও বাগীশিক বোয়ালখালী শাখার কার্যকরী কমিটির সভাপতি শিক্ষক সত্যপ্রিয় শীল, শিল্পীগোষ্ঠীর সমন্বয়ক ও পরম কল্যাণমিত্র মজুমদার কম্পিউটার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক রানু মজুমদার, এ সময় আরো উপস্থিত ছিলেন 

মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী উদয় শেখর দত্ত, সাধারণ সম্পাদক সুবীর কান্তি দাশ, যুগ্ম সম্পাদক শ্যামল সর্দ্দার ও সুমন দে, কোষাধ্যক্ষ অভিজিৎ দাশ (প্রণব) ও সঞ্জয় বিশ্বাস, সমন্বয়ক সুদীপ দাশ (টিপু) সাধন রঞ্জন চৌধুরী, ঝুলন মজুমদার, প্রণব দাশ, কাঞ্চন দাশ, রুবেল দাশ, বাবলা দাশ প্রমূখ।


একুশে সংবাদ// এ.জে

Link copied!