ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে আজ (৪ মার্চ) বিকাল তিনটায় কালাই উপজেলার মোসলেমগঞ্জহাট বাজার ও বৈরাগীরহাট মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আক্তার জাহান এ অভিযান পরিচালনা করেন।বাজারে মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫,০০০ টাকা জরিমানা করা হয়।
মোসলেমগঞ্জহাট বাজার পরিদর্শনের সময় দেখা যায়, কিছু দোকানদার নির্ধারিত পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করছেন না এবং কিছু দোকান মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করছে। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছেন। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৩৯ ধারায় তিনটি দোকানকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানের অংশ হিসেবে বিকাল সাড়ে চারটায় বৈরাগীরহাট মোড়ে একটি রুটির বেকারিতে তল্লাশি চালানো হয়। সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন চলছিল। খাদ্যদ্রব্য তৈরির কাঁচামালের মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না, যা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক। এসব গুরুতর অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় বেকারিকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে নেতৃত্ব দেওয়া ইউএনও শামিমা আক্তার জাহান বলেন, "ভোক্তা অধিকার লঙ্ঘনকারীদের ছাড় দেওয়া হবে না। বাজারে পণ্যের মূল্য তালিকা থাকা বাধ্যতামূলক, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা যাবে না এবং খাদ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। যারা এসব আইন মানবে না, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবি করেছেন।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :