মদন উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নে বড়দাইড় জলমহাল বুঝিয়ে দেওয়ার জন্য নেত্রকোনা জেলা প্রশাসক বরাবর হিলিপ বরদাইড় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি সবুজ মীর লিখিত আবেদন করেছে।
অভিযোগ সুত্রে জানা যায় মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে ২০ একরের নিচে বরদাইড় জলমহাল পাওয়ার জন্য দুটি সমিতি আবেদন করে । আবেদনকারী দুটি সমিতির মধ্য প্রথম দফায় উপজেলা সার্ভেয়ার সরজমিন পরিদর্শন করে হিলিপ বড়দাইড় মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ তীরবর্তী মর্মে রিপোর্ট প্রদান করে।
এরই প্রেক্ষিতে উপজেলা জলমহল কমিটি হিলিপ বড়দাইড় মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ কে তিন বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়।
অন্যদিকে একই এলাকার মেঘনা মৎস্যজীবী সমবায় সমিতির লিমিটেড তাদের তথ্য গোপন করে টেন্ডারে অংশগ্রহণ করে। তথ্য গোপন করায় হিলি বরদাইড় মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর সভাপতি সবুজ মীর জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করেন গোবিন্দশ্রী গ্রামের হাইস উদ্দিনের বসতবাড়িতে বি,আর,এস,দাগ ৩৮৯৩ ও ৩৮৯৪ দাগে মেঘনা মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর অফিস ঘর দেখানো হয়েছে । বি,আর,এস, খতিয়ান, নং ১২২৭, যাহার দাগ নং ৩৮৯৩ ও ৩৮৯৪ দাগে হাইছ উদ্দিনের নামে কোন জমি নেই। মেঘনা মৎস্যজীবী সমিতি লিঃ অফিস কার্যালয় ভুয়া ও বানোয়াট জাহা জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা ২০০৯ এর আলোকে অগ্রহণযোগ্য । অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড়দাইড় জলমহাল গোবিন্দশ্রী গ্রামের সামনে অবস্থিত । প্রায় দুই মাস আগে এ জলমহালটি ১৪৩২ বঙ্গাব্দ থেকে ১৪৩৪ বঙ্গাব্দ পর্যন্ত তিন বছর মেয়াদে ইজারা পাওয়ার জন্য উপজেলার হিলিপ বড়দাইড় মৎস্যজীবী সমবায় সমিতি ও মেঘনা মৎস্যজীবী সমবায় সমিতি আবেদন করে। পরে হিলিপ বড়দাইড় মৎস্যজীবী সমবায় সমিতিকে জলমহালটি ইজারা দেওয়া সিদ্ধান্ত হয়। বড়দাইড় জলমহল হিলিপ বড়দাইড় মৎস্যজীবী সমবায় সমিতির লিমিটেডের সভাপতি সবুজ মীর জেলা প্রশাসক বরাবর জলমহল বুঝিয়ে দেওয়ার জন্য আবেদন করেন।
উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত জানান বড়দাইর জলমহল ইজারা দেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে উক্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এখনো কোন সমিতিকে লিখিতভাবে ইজারা দেইনি ।
এ বিষয়ে নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস এ প্রতিনিধিকে জানান মদন উপজেলা বড়দাইড় জলমহল বুঝিয়ে দেওয়ার জন্য একটি লিখিত অভিযোগ পেয়েছি। উপজেলা নির্বাহী অফিসার কে তদন্ত সাপেক্ষে বুঝিয়ে দেয়ার জন্য অভিযোগটি পাঠিয়েছি ।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :