AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রমজানের পবিত্রতা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত নেতার


রমজানের পবিত্রতা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত নেতার

খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাতে নগরীর হোটেল সিটি ইন-এ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি রমজানের পবিত্রতা রক্ষা, আত্মশুদ্ধি ও জাতীয় ঐক্যের মাধ্যমে বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সকলের ভূমিকা রাখার আহ্বান জানান।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রমজান তাকওয়া অর্জনের মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আত্মশুদ্ধির চেষ্টা করা উচিত। কিন্তু দুঃখের বিষয়, এ মাসে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে ঠকানোর চেষ্টা করেন। এ ধরনের আচরণ একজন মুমিনের পরিচয় বহন করে না। তিনি আরও বলেন, অনেকেই রমজানে ফরজ ইবাদতের চেয়ে বাজার-হাট ও কেনাকাটায় বেশি ব্যস্ত হয়ে পড়েন। নামাজ, কুরআন তেলাওয়াত ও দোয়ার মতো গুরুত্বপূর্ণ ইবাদতগুলো উপেক্ষিত হয়। এছাড়া অশালীন আচরণও রমজানের পবিত্রতাকে নষ্ট করে।


তিনি বলেন, রমজান হলো গুনাহ থেকে তওবা করে সাচ্চা মুসলমান হিসেবে জীবনযাপনের প্রতিজ্ঞা করার মাস। এ মাসে ফরজ ইবাদতের পাশাপাশি তাহাজ্জুদ, জিকির, কুরআন তেলাওয়াত ও দান-সদকার মাধ্যমে সময় কাটানো উচিত। তিনি আরও বলেন, রমজানে শুধু ইবাদত-বন্দেগিই নয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোও জরুরি। তিনি অশ্লীলতা, ধোঁকাবাজি, প্রতারণা, সুদ ও জুয়ার মতো হারাম কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, রমজানের বরকতময় সময়ে গুনাহের কাজ আরও ধ্বংসাত্মক হয়ে ওঠে। তাই এ মাসে সবাইকে সতর্ক থাকতে হবে।


জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের যারা মানুষের অধিকার আদায়ের সংগ্রামে শহীদ হয়েছেন, আহত হয়েছেন বা কারাবরণ করেছেন, তাদের ত্যাগ আল্লাহর দরবারে কবুল হোক। তিনি বলেন, বিনা সংগ্রামে মুক্তি আসে না। তাই জাতীয় ঐক্যের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান।


খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। এতে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনার রশীদ খান, সাবেক এমপি অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্লুস, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন খুলনা মহানগরী ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দীক। মুসলিম উম্মাহ ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা আ ন ম আব্দুল কুদ্লুস।


উল্লেখ্য, ২০১৩ সালের পর দীর্ঘ ১২ বছর পর খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং দেশের উন্নতি ও শান্তি কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!