সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয়ে অদম্য নারী কর্নার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকাল ১১ টার সময় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে, বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এবং র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায়, অদম্য নারী কর্নার শুভ উদ্বোধন করেন।
পরিশেষে অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন ভাবনা বিষয়ক পরিকল্পনার কথা তুলে ধরেন ইউএনও উজ্জ্বল রায়।
এসময় বক্তব্য রাখেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সজীব রহমান, বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রিপন তালুকদার, সাবেক সহকারী প্রধান শিক্ষক রমাপ্রসাদ ভট্টাচার্য, সহকারী শিক্ষিকা লায়লা সুলতানা, খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাশেদ আলম প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :