কুড়িগ্রামের উলিপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩২ পিছ ইয়াবা ও ৬ গ্রাম হিরোইনসহ এক মাদক কারবারি আটক হয়েছে। আটক রেজাউল করিম (৩৩) উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের পোদ্দার পাড়া গ্রামের আলমাস ব্যাপারীর পুত্র।
শুক্রবার (৮ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩২ পিছ ইযাবা ও ৬ গ্রাম হিরোইনসহ রেজাউলকে তার নিজ বাড়ি থেকে হাতেনাতে আটকের পর উলিপুর থানায় সোপর্দ করে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন, রেজাউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :