অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্য কে সামনে রেখে শনিবার সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রাজিবপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
রাজীবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহিলা বিষয়ক ও আরডিআরএস বাংলাদেশ এর সহযোগীতায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে শনিবার (৮ মার্চ) বেলা ১২টার দিকে এক বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। এতে প্রায় ২ শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করে।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারীর সামাজিক, অর্থনৈতিক মর্যাদা বৃদ্ধি , নারীর ক্ষমতায়ন ও নারীর সম অধিকার অর্জনের ভুমিকা তুলে ধরে বক্তব্য রাখেন, রাজীবপুর সদর ইউপি চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস , উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সৈয়দা সোনিয়া ইয়াসমিন, রাজীবপুর থানার উপপরিদর্শক বাবুল হোসেন ,চর রাজীবপুর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান ও রাজীবপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতূল মাওয়া প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :