AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযানে ২ লাখ টাকা জরিমানা আদায়


ফরিদপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযানে ২ লাখ টাকা জরিমানা আদায়

ফরিদপুরে অবৈধ ইটভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা করেছে যৌথ বাহিনী। শনিবার (৮ মার্চ) দুপুরে জেলার কয়েকটি ইটভাটায় অবৈধভাবে মাটি উত্তোলনের মাধ্যমে ইট তৈরির অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে এক যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নির্বাহী  ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশ অংশগ্রহণ করে। অভিযানে অবৈধ ভাবে মাটি উত্তোলন এর দায়ে কে কে ইউ ব্রিকসের মালিক খলিফা কামাল উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ফরিদপুরের বেশ কয়েকটি ইটভাটা বিধিবহির্ভূতভাবে নদী ও আশপাশের জমি থেকে মাটি উত্তোলন করছিল। এর ফলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং নদীভাঙনের ঝুঁকি তৈরি হচ্ছিল।

উল্লেখযোগ্যভাবে, অভিযুক্ত ইটভাটাগুলো সরকারি সুইচগেট  সংলগ্ন এলাকা থেকে মাটি সংগ্রহ করছিল, যা স্থাপনাটির স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তদন্তে দেখা যায়, অভিযুক্ত ইটভাটা কর্তৃপক্ষের সেখান থেকে মাটি উত্তোলনের কোনো বৈধ অনুমোদন বা লাইসেন্স নেই।

পরিবেশ ও সরকারি স্থাপনার সুরক্ষায় সেনাবাহিনীর নেতৃত্বে নির্বাহী   ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় অবৈধ মাটি উত্তোলনের সত্যতা পাওয়া গেলে মোবাইল কোর্ট বসিয়ে কেকে ইউ ব্রিকসের মালিক খলিফা কামাল উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!