AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাজীপুর
০৭:২০ পিএম, ৮ মার্চ, ২০২৫
গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুর মহানগরীর ডুয়েট গেট এলাকার এলটেক অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে জয়দেবপুর শিমুলতলী এলাকায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গেট সংলগ্ন এই কারখানায় আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে এবং চারপাশে ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রুবেল রানা জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এখনও আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

এলাকাবাসী জানিয়েছেন, আগুন লাগার পর তীব্র গরম ও ধোঁয়ার কারণে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শ্রমিক দ্রুত কারখানা থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও কেউ ভেতরে আটকা পড়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছে।

 

একুশে সংবাদ/দ.ই/এনএস

Link copied!