AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধর্ষকের বিচারের দাবিতে মধ্যরাতে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়


ধর্ষকের বিচারের দাবিতে মধ্যরাতে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন এলাকায় সংঘঠিত ধর্ষণের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশেষ করে মাগুরায় ৮ বছরের শিশু আসিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে তারা সোচ্চার হয়েছেন।  

রোববার (৯ মার্চ) রাত আড়াইটার দিকে  বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হলের আবাসিক শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ শুরু করেন। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে খান বাহাদুর আহসানউল্লাহ হল এবং বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলের শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর ও হল প্রদক্ষিণ করে হাদি চত্বরে সমবেত হন।  

বিক্ষোভকারীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’—এ ধরনের স্লোগান দিতে থাকেন।  

ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী ফারদিন আহমেদ দিপন বলেন, “ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এই জাতি কোনো দিন দেখেনি। ধর্ষকরা মনে করে তাদের কখনো শাস্তি হবে না। আমরা চাই, কোনো ধর্ষক যেন বাংলার মাটিতে মুক্ত না থাকে। এই নরপশুদের সর্বোচ্চ শাস্তি চাই। যদি তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া হয়, আমরা পুরো খুলনা শহর জুড়ে বড় আন্দোলনের ডাক দেব।”  

গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী মোঃ রাসেল শেখ বলেন, “বিচারহীনতার সংস্কৃতি এখনই বিলোপ করতে হবে। আমরা চাই না কোনো অপরাধী মুক্ত থাকুক। তাদের দ্রুততম সময়ে ফাঁসির রায় কার্যকর করা হোক।”  

শিক্ষার্থীদের এই বিক্ষোভ দেশজুড়ে ধর্ষণের বিচারহীনতা ও ন্যায়বিচারের দাবিতে চলমান আন্দোলনেরই অংশ। তারা আশা প্রকাশ করেন, তাদের এই প্রতিবাদ সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

 

Link copied!