AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:২৮ পিএম, ৯ মার্চ, ২০২৫
ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন

"অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

রবিবার (৯ মার্চ) সকালে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ঠাকুরগাঁও সদর উপজেলার ২১নং ঢোলার হাট ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্ৰামে থেকে একটি র‍্যালি বের হয়ে ঢোলার হাট বাজার ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে নারী ও শিশুদের সুরক্ষা, ক্ষমতায়ন ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে ২১নং ঢোলার হাট ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, ওয়ার্ল্ড ভিশনের রিয়্যাক্টস-ইন প্রকল্পের প্রকল্প অফিসার মারুফা খাতুন, ওয়ার্ল্ড ভিশনের রিয়্যাক্টস-ইন প্রকল্পের প্রকল্প অফিসার সায়েদ আহাম্মেদ বক্তব্য প্রদান করেন।

বক্তারা তাদের বক্তব্যে নারীর অধিকার, লিঙ্গ সমতা, সহিংসতা প্রতিরোধ ও নারীর সার্বিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস বিশ্বব্যাপী নারীদের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতিকে সম্মান জানানোর পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির জন্য পালিত হয়ে থাকে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!