AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারাকান্দায় রাসেল হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন


তারাকান্দায় রাসেল হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ময়মনসিংহের তারাকান্দায় রাসেল হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে নিহত’র ভাই নয়ন মিয়া ও ছেলে মো: ইফাত সরকার (১১) অভিযোগে বলেন, মামলা হওয়ার ৭ দিন অতিবাহিত হলেও আসামি ধরছে না তারাকান্দা থানা পুলিশ। 


আজ রবিবার (৯মার্চ) এনিয়ে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার ও এলাবাসি তারাকান্দায় প্রেসক্লাবে। সংবাদ সম্মেলনে নিহত রাসেল মিয়ার ছেলে মো: ইফাত সরকার ও বড় ভাই নয়ন মিয়া লিখিত অভিযোগে আরও জানান, প্রতিবেশী রফিকুল ইসলাম রবি গংদের সাথে দীর্ঘদিন যাবত জমি-জমা ও একটি মাদ্রসা ভাংচুর নিয়ে বিরোধ চলে আসছিলো। 

গত (২৬শে ফেব্রুয়ারি) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এলাকায় পরিকল্পিতভাবে রফিকুল ইসলাম রবি গংরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে রাসেল মিয়া (৪০) কে গুরুতর আহত করে।পরে স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। এব্যাপারে ২মার্চ তারাকান্দা থানায় নিহত রাসেল মিয়ার বড় ভাই নয়ন মিয়া বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা নং-১ দায়ের করে। মামলা রুজু হাওয়ার পরেও তারাকান্দা থানা পুলিশ এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার করতে পারে নাই। নিহত পরিবার ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে সংবাদ সম্মেলনে নয়ন মিয়া বলেন, আসামিরা প্রকাশ্যে আশেপাশের এলাকায় ঘুরছে। 


পুলিশের ভূমিকা নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। বিষয়টি পুলিশ প্রশাসন ও র‌্যাব’র উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও আসামিদের গ্রেফতার করে দ্রæত বিচারের আওতায় আনার জোর দাবি তুলেছেন।

Link copied!