শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে ভাসমান অবস্থায় কাপড়ে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) দুপুরে পৌরশহরর ছয়আনীপাড়া এলাকায় ভোগাই নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
এদিকে নবজাতকের পরিচয় জানতে পুলিশ ডিএনএ পরীক্ষার জন্য মরদেহটি জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পৌরশহরের ছয়আনীপাড়া এলাকায় ভোগাই নদীর পাড়ে হাত-মুখ ধুতে নামে কয়েকটি শিশু। এসময় তারা নদীতে ভাসমান অবস্থায় কাপড়ে মোড়ানো এক নবজাতজের লাশ দেখতে পায়। পরে তাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :