AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নতুন ওসির মতবিনিময়


সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নতুন ওসির মতবিনিময়


সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকারী ওসি জেওএম তৌফিক আজম মতবিনিময় করেছেন।


রোববার (৯ মার্চ) সকাল ১১ টায় থানা ভবনের ওসির অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত ওসি জেও এম তৌফিক আজম সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, মাদক,জুয়া,ইভটিজিং ও কিশোরগ্যাংসহ সকল অপরাধমূলক কর্মকান্ড নির্মূলে থানা পুলিশ বদ্ধপরিকর। 

তিনি বলেন, যোগদান করেই বিভিন্ন দিক থেকে অভিযোগ পাচ্ছি বেপোরোয়াভাবে ৩ ফসলি জমি থেকে মাটি কাটা হচ্ছে। উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে মাটি কাটা রোধে দ্রুত অভিযান পরিচালনা করা হবে। এ জন্য স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। সামনের সময়ে থানায় ইতিবাচক কর্মকান্ডসহ সকল প্রকার তথ্য প্রেস বিজ্ঞপ্তি হিসেবে সাংবাদিকদের দেয়া হবে। সেই সাথে আইনশৃংখলা সংশ্লিষ্ট অবাধ তথ্যসহ পুলিশের মন্তব্যে দিতেও কার্পন্য হবে না। 

এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সভাপতি দৈনিক নয়া দিগন্ত সংবাদদাতা মোঃ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক ইনকিলাব সংবাদদাতা মোঃ রকিবুল হাসান বিশ্বাস, প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ও দৈনিক ফুলকির স্টাফ রিপোর্টার মাসুম বাদশাহ , প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমার দেশ প্রতিনিধি মোঃ আব্দুল মোতালেব, কোষাধ্যক্ষ দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি মোস্তাক আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক সংগ্রাম প্রতিনিধি আলহাজ্ব তারিক বিল্লাহ খান, স্থানীয় সপ্তাহিক সময়ের সাথে পত্রিকার সম্পাদক মোঃ জয়নাল আবেদীন ও প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আনন্দবাজার ও একুশে সংবাদ প্রতিনিধি মোঃ ইয়াকুব হোসেন মোল্লা। 

মতবিনিময় সভায় থানার সেকেন্ড অফিসার দিলীপ বিশ্বাস উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!