AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডাকাতির ঘটনায় পুলিশের সাবেক দুই সদস্যসহ ৫ জন গ্রেফতার


ডাকাতির ঘটনায় পুলিশের সাবেক দুই সদস্যসহ ৫ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবাসীদের গাড়িতে ডাকাতির ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৮ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত রূপগঞ্জের পূর্বাচল ও রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান চালিয়ে দুই পুলিশ সদস্য, নৌবাহিনীর একজনসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। 
এ সময় উদ্ধার করা হয় লুট হওয়া বিভিন্ন মালামাল।

গ্রেফতাররা হলেন- বরখাস্তকৃত পুলিশ কনস্টেবল কাজল ইসলাম, চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল রুবেল, বরখাস্তকৃত নৌবাহিনী সদস্য রিয়াজুল জান্নাত। বাকি দুজন হলেন- সিয়াদাত রাজ ও রহমত আলী।


এদিকে, গত বৃহস্পতিবার ভোরে তারা একসঙ্গে মালামাল নিয়ে ৪ জন দেশে ফেরেন। বিমানবন্দর থেকে গাড়িতে করে নিউমার্কেটের উদ্দেশে রওনা হন। নিউমার্কেট বাসার নিচে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে একটি গাড়িতে আসা ৮-৯ জন পুলিশ, নৌবাহিনীর সদস্য পরিচয়ে তাদের কাছে অবৈধ মালামাল আছে এমন কথা বলে থানায় যেতে বলে। এ নিয়ে প্রথমে তাদের সাথে কথা-কাটাকাটির পর জোরপূর্বক তিন জনকে গাড়িতে তুলে নেয়। কিন্তু তাদের থানায় না নিয়ে একটি প্রাইভেটকার মিরপুর ও পুলিশের ব্যবহৃত ডাবল কেবিন পিকআপ পূর্বাচল তিনশ ফিট সড়কের এক জায়গায় এনে মুক্তিপণ বাবদ ৫০ লাখ টাকা দাবি করে।

এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের বিভিন্নভাবে হেনস্তা করা হয়। বিষয়টি জানাজানি হলে পূর্বাচল হাবিবনগর থেকে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশের কনস্টেবল রুবেলসহ ২ জনকে আটক করে এলাকাবাসী। পরে র‍্যাব-১-এর কাছে তাদের হস্তান্তর করে।

উক্ত ঘটনার সূত্র ধরে র‌্যাব বিভিন্ন জায়গায় অভিযান চালায়। রাজধানী মিরপুর ক্যান্টনমেন্ট এলাকা থেকে ছিনতাই হওয়া বিভিন্ন মালামালসহ আটক করা হয় ৩ ডাকাত সদস্যকে। উদ্ধার করা হয় লুট হওয়া ১৬ ভরি স্বর্ণালংকার, ৭ টি ল্যাপটপ, ২৮টি মোবাইল ফোন, ৫৩ কার্টন সিগারেট, ৫৯ কৌটা গুঁড়ো দুধ, ৭৮ সেট থ্রিপিস, ৩৮৪ টি প্রসাধনী ক্রিম। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত পুলিশের একটি ডাবল কেবিন পিকআপ, একটি প্রাইভেটকার, একটি হ্যান্ডকাফ, একটি ওয়াকি-টকি ও আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘একটি সংঘবদ্ধ ডাকাত চক্র নিজেদের আইন শৃঙ্খলার বাহিনীর সদস্য পরিচয়ে প্রবাসীদের তুলে নিয়ে তাদের মালামাল লুটে নিয়ে যায়। পূর্বাচলের হাবিবনগর ও মিরপুর ক্যান্টনমেন্ট এলাকা ৫ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় লুট হওয়া বেশিরভাগ মালামাল। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। জড়িত বাকিদের গ্রেফতার ও লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!