পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাবু লালের দোকান ঘরে তালা মেরি দিয়েছে অন্য ঘর মালিক। রোববার (৯ মার্চ) বেলা ১২ ঘটিকার সময় তার নিজ বাসভবনে ভুক্তভোগী মিঠুন কর্মকার এক সাংবাদিক সম্মেলন করেন তিনি বলেন।
কর্মকার ৪ নাম্বার ওয়ার্ড কর্মকার পট্টি গলাচিপা পৌরসভা। আমার পিতার ভোগবান সম্পত্তিতে মিঠুন জুয়েলার্স নামে একটি জুয়েলারি রয়েছে দীর্ঘ ২৫ থেকে ২৬ বছর আমার পিতা সুনামের সাথে দোকানটি পরিচালনা করে আসিতেছে মানেও বিরাজমান, ভিপিেশ নং ৫৫২ পিকে ৭২/৭৩ সর্বমোট জমির পরিমাণ 0.125 সহস্র শতাংশ। তার মধ্যে আমাদের প্রীত 045 সহস্র অংশ দখল থাকা সত্ত্বেও একটি কুচক্র মহল দীর্ঘদিন যাবত অনৈতিকভাবে কিছু চক্র বিভিন্নভাবে আমার পিতার ভোগবান ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ভিডিও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করার পায়তারা করিয়া আসিতেছে যাহারা উক্ত চক্রের সঙ্গে জড়িত তাহারা কেউ উল্লেখিত সম্পত্তির সাথে কোন প্রকার যুক্ত এবং ওয়ারিশ নহে।
এমত অবস্থায় বিগত দিনে উল্লেখিত সেই কুচক্রী মহল আমার পিতা সহ আমার পরিবারের সদস্যের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি প্রদান করেন যাহা বিভিন্ন সময় সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা তথা প্রশাসনকে মৌখিকভাবে আমার পিতা কালকে বিভিন্ন সময় অবহিত করেন। এবং স্থানীয় পর্যায়ে এলাকার কিছু কিছু গণ্যমান্য ব্যক্তিদের কেউ আমার পিতা উক্ত বিষয়ে অব্যাহত করেন।
এসময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তার বাবা বাবু লালসহ আরো অনেক লোকজন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :