"শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য" এ প্রতিবাদ্যকে সামনে রেখে বেগমগঞ্জ উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন (জাতীয় রেজিঃ নং: কুমি-০৩০) এর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে দোকান কর্মচারীদেরকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলা অর্থ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী শহীদ। তিনি বলেন রোজা তাকওয়া অর্জনের ট্রেনিং আর তাকওয়া নাজাতের উপায়। তাও তাকওয়া অর্জন করে আল্লাহ জমিনে দ্বীন কায়েমের আন্দোলনে শ্রমিক ভাইয়েরা এগিয়ে আসতে হবে। শ্রমিকদের কল্যাণে জনগণকে আরো উধার হওয়ার আহ্বান জাানান তিনি।
রবিবার চৌমুহনী বিওসি মার্কেট মসজিদে ইফতার মাহফিলে বেগমগঞ্জ উপজেলা দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের সভাপতি ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ন জেলা সভাপতি নুরুল হুদা মিলন। জেলা ট্রেড ইউনিয়ন সম্পাদক অলি উল্ল্যা ইয়াসিন।
৪নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আলা উদ্দিন সোহাগ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের দায়িত্বশীল, শ্রমিক ও কর্মচারীবৃন্ধ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :