নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। উপজেলার জামপুর ইউনিয়নের রাউত গাঁও এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোসাম্মৎ বাঁধন (১৮) রাউত গাঁও এলাকায় মোঃ বাদল মিয়া মেয়ে।
নিহতের ফুফু জানান, পার্শ্ববর্তী পেচাইন এলাকার সদর আলী ছেলে মোঃ রাকিব (৩০)এর সাথে প্রেমের সম্পর্কে জরিয়ে প্রায় ৬মাস পুর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নিহত বাঁধন চার মাসের গর্ভবতী ছিলেন বলেও জানান তিনি।
পরবর্তীতে গত মঙ্গলবার ৪ঠা মার্চ সন্ধ্যায় বাঁধনে বাবার কাছে থেকে তিনি জানতে পারেন, বাঁধন অসুস্থ। তিনি বাঁধনের শশুর বাড়ী গিয়ে তার ননদ ও ননদের স্বামী ছাড়া কাউকে দেখতে পান নি।পরবর্তীতে তিনি এবং নিহতের ননদ তাকে নিয়ে হসপিটালে যান। প্রথমে তারা একটি প্রাইভেট হাসপাতালে রোগীকে নিয়ে যান, ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লরে আজ ৯ই মার্চ সকাল ৯:৩০ ঘটিকায় মৃত্যু বরণ করেন বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :