গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকিষবাথান এলাকায় কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে রবিবার প্রেসক্লাব ভবনে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ।
ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি মোঃ আইয়ুব রানা ও সাবেক সাধারন সম্পাদক এম. মাহবুব হাসান মেহেদী। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম হোসেন সানী অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহম্মেদ বলেন, "রমজান মাস আত্মশুদ্ধির মাস। এই মাসে আমরা সবাই যেন একে অপরের প্রতি সহানুভূতিশীল হই এবং সমাজের কল্যাণে কাজ করি।"
বিশেষ অতিথির বক্তব্যে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ বলেন, "কালিয়াকৈর প্রেসক্লাবের সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করছেন। আমরা তাদের এই মহতী উদ্যোগের সাথে থাকতে পেরে আনন্দিত।"
সভাপতির বক্তব্যে সরকার আব্দুল আলীম বলেন, "কালিয়াকৈর প্রেসক্লাব সবসময় সমাজের কল্যাণে কাজ করে আসছে। ভবিষ্যতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে।"
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপস্থিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :