চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা`র ইসলামপুর গাবতল বাজারের পশ্চিম পাশে ট্রাকের ড্রাইভার, শ্রমিক ও পথচারীদের চলাচল থাকলেও গ্রীষ্মের কড়া রোদে তৃষ্ণা নিবারণের জন্য নেই কোন উপায়। প্রবাসী আরফান মিশু এ বিষয়টি উপলব্ধি করে রাজানগর ইসলামপুর সুন্নী ঐক্য পরিষদের স্ট্যান্ডিং কমিটি`র সদস্য সাহেবনগর প্রবাসী মুহাম্মদ নুর নবীকে জানালে তিনি তাৎক্ষণিক সে নিজে ও সিরিয়ার বাসিন্দা আহমদ হাতামলেহ-সহ যৌথ অর্থায়নে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর গাবতল বাজারে ১২তম টিউবওয়েল উপহার প্রদান করেছেন।
রোববার ( ৯ মার্চ) বিকালে গাবতল বাজারে স্থাপন করা টিউবওয়েলটি`র শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিম, গাবতল জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাস্টার নুরুল ইসলাম, সমাজসেবক মুহাম্মদ মনজুরুল ইসলাম, ইউনিয়ন গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক হাফেজ সিদ্দিক আকবর, শাহেদ কোম্পানি, এইচ এম তারেক হোসাইন, ইয়াছিন আরাফাত, রাজানগর ইসলামপুর প্রবাসী জনকল্যাণ পরিষদের উদ্যোক্তা সাধারণ সম্পাদক প্রবাসী আরফান মিশু, প্রবাসী বেলাল, জয়নাল চৌধুরী, মুহাম্মদ ইব্রাহিম, তাজুল ইসলাম মাওলানা হাফেজ ফোরাম, আতাহার আলী প্রমুখ।
সাহেবনগর প্রবাসী মুহাম্মদ নুর নবী ও সিরিয়ার বাসিন্দা আহমদ হাতামলেহ যৌথ অর্থায়নে চট্টগ্রামের একটি বেওয়ারিশ হাসপাতালে ওয়াটার কুলার প্রদান, রাজানগর ও ইসলামপুরের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ১২টি টিউবওয়েল স্থাপন, ১০টি ঠান্ডা গরম পানির ওয়াটার কুলার উপহার প্রদান করেছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :