সাভারে ইতি খানম নামে এক নারী পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়ে তাকে লোহার রড দিয়ে মারধর করা হয়েছে।
রোববার (৯ মার্চ) দুপুরে সাভার থানা রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর ড্রাইভার সোহেল বাবুল।
ইতি খানম বর্তমানে কালিয়াকৈর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। তিনি সাভার থানা কোয়ার্টার থেকে কালিয়াকৈর থানায় কাজ করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে সাভার মডেল থানার কোয়ার্টার থেকে রিকশায় করে থানা রোড এলাকার উদ্দেশ্যে রওনা দেন ইতি খানম। পরে থানা স্ট্যান্ডের কাছাকাছি পৌছালে বিএনপি নেতার গাড়ি ও নারী পুলিশকে বহনকারী রিকশা সামনাসামনি যানজটে পড়ে। এ সময় বিএনপি নেতার গাড়ির ড্রাইভার সোহেল বাবুর সঙ্গে নারী পুলিশ কনস্টেবলের বাকবিতন্ডতা শুরু হয়। একপর্যায়ে বিএনপি নেতার গাড়ির ড্রাইভার সোহেল বাবু লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন পুলিশ কনস্টেবল ইতি খানমকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ দিকে সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ বলেন, মারধরের সময় আমি গাড়িতে ছিলাম না। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি গাড়িতে থাকলে এ ধরনের ঘটনা ঘটতো না। এ ছাড়াও সাভার থানা পুলিশ আমার চালককে থানায় নিয়ে যাওয়ার জন্য বলেছে। আমি কিছুক্ষণ পরই সেখানে যাবো।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
একুশে সংবাদ/আ.ট/এনএস
আপনার মতামত লিখুন :