মহুয়া বৃক্ষের এখন পরিণত বয়স। মহুয়া ফুটছে অবিরত, তার মিষ্টি সৌরভে মুখরিত পাখ-পাখালি। রোদেলা দুপুরে শিক্ষার্থী, দর্শনার্থীসহ আশপাশের অনেকেই এই বৃক্ষের ছায়াতলে একটু বসে জিরিয়ে নেন। ভোলার বোরহানউদ্দিনের হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় প্রাঙ্গনের মহুয়া বৃক্ষটির রয়েছে দীর্ঘ বিশ বছরের ইতিহাস।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকারিয়া আজম জানান, ২০০৫ সালের ২৩ নভেম্বর তৎকালিন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এখানে ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথি হয়ে আসেন, এবং হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় প্রাঙ্গনে মহুয়া বৃক্ষের চারাটি রোপণ করেন।
এদিকে মহাবিদ্যালয় কর্তৃপক্ষের সঠিক পরিচর্যার ফলে মহুয়ার সেই ছোট্ট চারাটি এখন ডালপালা ও ফুলের সমারোহে স্মরণ করিয়ে দেয় অতীত দিনের বর্ণিল সেই স্মৃতিকথা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :