AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদগঞ্জে অবৈধ ৩টি ব্রিকফিল্ড গুড়িয়ে দিলো প্রশাসন


ফরিদগঞ্জে অবৈধ ৩টি ব্রিকফিল্ড গুড়িয়ে দিলো প্রশাসন

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় অবৈধ তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৯ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। এবং ফায়ার সার্ভিসের কারিগরি সহায়তা নিয়ে পানি দিয়ে ইটভাটা ও কাঁচা ভিজিয়ে বিনষ্ট করে দেওয়া হয়।

অভিযানে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের টুবগী ব্রিকস, বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ ব্রিকস ও পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ভঙ্গেরগাঁও ব্রিকস নামে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, উপ-সহকারী পরিচালক আব্দুল হান্নানসহ সেনাবাহিনী, পুলিশের চৌকস দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন বলেন, এসব ব্রিক ফিল্ডের অনুমোদিত কোনো লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এ কারণে ব্রিকফিল্ডগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এরকম অবৈধ ব্রিকফিল্ড আরো যা আছে আমরা প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি অবৈধ সব গুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!