AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধর্ষণের প্রতিবাদে তোলারাম কলেজের ছাত্রী নিবাসের মোমবাতি জ্বালিয়ে কর্মসূচি পালন


ধর্ষণের প্রতিবাদে তোলারাম কলেজের ছাত্রী নিবাসের মোমবাতি জ্বালিয়ে কর্মসূচি পালন

সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে।

রবিবার (৯ মার্চ) সন্ধ্যা কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রীরা বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে অংশ নিয়ে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুন্নী আক্তার প্রত্যাশা বলেন, "আমরা চাই, গত কয়েকদিনে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার হোক। আছিয়ার ধর্ষণের ঘটনা আমাদের বুঝিয়ে দিচ্ছে, আমরা কতটা অনিরাপদ পরিবেশে বাস করছি।

তিনি আরও বলেন, ফতুল্লায় একজন কলেজ শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। র‍্যাব অপরাধীকে ধরলেও বিচার এখনো নিশ্চিত হয়নি। আমরা প্রত্যেক ধর্ষকের বিচার দেখতে চাই। বিচারহীনতার কারণেই ধর্ষণের ঘটনা বাড়ছে। আমরা চাই, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করা হোক।

শিক্ষার্থীরা আরও বলেন, সরকার বলেছেন, ধর্ষণের বিচার ১৮০ দিনের মধ্যে শেষ হবে। কিন্তু যেখানে আছিয়ার ধর্ষণকারীরা চিহ্নিত, সেখানে আমরা ২৪ ঘণ্টার মধ্যে বিচার দাবি করছি। চব্বিশের পরেও দেশে বিচারহীনতা চলছে, আমরা তা থেকে বেরিয়ে আসতে চাই।

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, দর্শন বিভাগের শিক্ষার্থী খাইরুন নাহার, প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী শামীম আরা শিউলি, গণিত বিভাগের শিক্ষার্থী ফাতেমা আক্তার, পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জিন্নাতি নূর, জান্নাতুল ফেরদৌসী মাওয়া, মাহমুদা মজুমদার তাহা, রাইসা ইসলামসহ প্রমুখ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!