AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুরে ঘুরতে বেরিয়ে ট্রাক্টরচাপায় প্রাণ গেল দুই বন্ধুর


Ekushey Sangbad
নয়ন দাশ, কুড়িগ্রাম
০১:০৩ পিএম, ১০ মার্চ, ২০২৫
উলিপুরে ঘুরতে বেরিয়ে ট্রাক্টরচাপায় প্রাণ গেল দুই বন্ধুর

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কুড়িগ্রাম-উলিপুর-চিলমারী সড়কে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী কলেজশিক্ষার্থী দুই বন্ধু নিহত হয়েছেন। রবিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশিরপাথার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত দুই শিক্ষার্থী হলেন- প্লাবন আহমেদ এবং সাইফুল ইসলাম সৌরভ।

প্লাবন উলিপুরের পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম গ্রামের বকিয়ত উল্লাহ-পারভীন বেগম দম্পতির ছেলে। সৌরভ একই গ্রামের বক্কর মিয়া-ছকিনা বেগম দম্পতির ছেলে। তারা দুজন সহপাঠী ও বন্ধু। এ বছর কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে তাদের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে প্লাবন ও সৌরভ মোটরসাইকেলে করে চিলমারী থেকে নিজ গ্রামে ফিরছিলেন। এ সময় নিরাশিরপাথার নামক স্থানে কুড়িগ্রাম-উলিপুর-চিলমারী সড়কে বিপরীত দিকে থেকে আসা মাটি পরিবহনের কাজে নিয়োজিত একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান সৌরভ। গুরুতর আহত প্লাবনকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনিও প্রাণ হারান। ট্রাক্টরটি নিয়ে ঘাতক চালক দ্রুত স্থান ত্যাগ করে।

ওসি জিল্লুর রহমান বলেন, ‘ট্রাক্টরসহ চালক পালিয়ে গেছে। আমরা শনাক্ত করার চেষ্টা করছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে প্রায়ই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনি ব্যবস্থা নেওয়া হয়। আবারও তৎপরতা বাড়ানো হবে।’

অবৈধ ট্রাক্টর চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বি এম কুদরত-এ-খুদা বলেন, ‘সড়কে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সংশ্লিষ্ট ইউএনওদের নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি, খুব শিগগির দৃশ্যমান পরিবর্তন আসবে। এ ছাড়াও উঠতি বয়সী ছেলেদের যাতে মোটরসাইকেল দেওয়া না হয় সেজন্য অভিভাবকদেরও সচেতন হতে হবে।’

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!