চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (৯ মার্চ) শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের দিক নির্দেশনায়, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ, মোঃ বাহার মিয়া এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ আওলাদ হোসেন রিকাবদার এর নেতৃত্বে একদল পুলিশ সদস্য চাঁদপুর শহরের নাজির পাড়া, দক্ষিণ দাসদী, বঙ্গবন্ধু সড়ক, জামতলা, মুসলিম পাড়া, তালতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়ে।
এতে আটককৃত কিশোর গ্যাং সদস্যদের মধ্যে চাঁদপুর পৌর ১২নং ওয়ার্ডের নাজিরপাড়া এলাকার আরশাদ গাজীর ছেলে জুবায়েদ হোসেন (১৯), সদর উপজেলার মান্দারী এলাকার বাবুল গাজীর ছেলে মোঃ ইব্রাহিম গাজী (১৯), পৌর ১৪ ওয়ার্ড বাবুরহাট এলাকার জিএম শফিকুল ইসলাম এর ছেলে মোঃ সাহিদুল ইসলাম প্রকাশ রমজান (১৮), ১২নং ওয়ার্ড দর্জি ঘাট এলাকার খান সালেহ আহাম্মেদ এর ছেলে হাসিবুল হাসান প্রকাশ মিরাজ (১৮)।
এছাড়াও চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড নিউ ট্রাক রোড এলাকার ইমরান গাজীর ছেলে আকাশ গাজী (১৯), পৌর ৭নং ওয়ার্ড জামতলা এলাকার নাজির হোসেন এর ছেলে জুনায়েত সিদ্দিক প্রকাশ আপন (১৮), পৌর ৮নং ওয়ার্ড মুসলিম পাড়ার মনির হোসেন এর ছেলে খালেক সাইফুল প্রকাশ জাহিদ (১৮), পৌর ১৩নং ওয়ার্ডের ষোলঘর পাকা মসজিদ এলাকার মনির হোসেন গাজীর ছেলে মোঃ আব্দুর রহমান প্রকাশ শাওন (১৯), ফরিদগঞ্জের সন্তোষপুর এলাকার বিল্লাল হোসেন এর ছেলে সাকিবুল ইসলাম প্রকাশ মামুন (১৮), চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ডের আলিমপাড়া এলাকার হারুন শেখ এর ছেলে শেখ ফরিদ (২০) ও পৌর ১৪নং ওয়ার্ডের দক্ষিণ দাদী এলাকার আবু সুফিয়ান এর ছেলে মোঃ সাফিন আহম্মেদ (১৮) কে আটক করা হয়।
আটককৃত ১১ কিশোর গ্যাং এর সদস্যের বিরুদ্ধে এদিন চাঁদপুর সদর মডেল থানায় মামলা করা হয়। মামলা নং-৩৩, ধারা- ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৬, ৩০৭, ৫০৬ পেনাল কোড এবং নন. এফ. আই. আর প্রসিকিউশন নং- ৩৩/২০২৫, ধারা-পুলিশ আইনের ৩৪ মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, শহরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এটি পুলিশের নিয়মিত অভিযান।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :