"দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি" স্লোগানে মানিকগঞ্জের হরিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তারের সভাপতিত্বে এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিগার সুলতানা চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুরছালিনা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো. নাজমুল হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হরিরামপুর উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে অগ্নিকান্ডের ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ ও অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :