দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদল এ মানববন্ধনের আয়োজন করে।
সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মেহেদী মুন্সির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মহাসিন মোল্যার সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জুবায়ের মাতুব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মিনাল মাতুব্বার, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহিন শিকদার অন্তর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন ইসলাম তানভীর, সহ-সাংগঠনিক সম্পাদক, নিলয় ইসলাম বাবু, ছাত্রদল নেতা শান্ত মুন্সী, নিহাদ, অনিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নারী ও বোনদের সম্ভম রক্ষায় সর্বদা রাজপথে থাকবে।সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনা পূর্বের তুলনায় বেড়ে গেছে। মাগুরায় ৮ বছরের কিশোরীকে নির্যাতন করে ধর্ষণ করা হয়েছে। অবিলম্বে ধর্ষককে কঠিন বিচারের মুখোমুখি করতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :