"দুর্যোগের পুর্বাভাস প্রস্ততি-বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১০ টায় উপজেলার প্রধান ফটকের সামনে থেকে সংক্ষিপ্ত র্যালি বের হয়ে উপজেলা অস্থায়ী মঞ্চে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনানুল হকের সভাপতিত্বে ও উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আনেয়ার পারভেজ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শাহাদাত হোসেন প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :