AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরাজগ‌ঞ্জে ধর্ষকদের ফাঁসির দাবিতে ভাষানী কলেজ ছাত্রদ‌লের মানববন্ধন


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
০৪:২৪ পিএম, ১০ মার্চ, ২০২৫
সিরাজগ‌ঞ্জে ধর্ষকদের ফাঁসির দাবিতে ভাষানী কলেজ ছাত্রদ‌লের মানববন্ধন

ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল মাওলানা ভাষানী কলেজ শাখা। সোববার (১০ মার্চ) দুপুর ১২ টায় মাওলানা ভাষানী কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন করেন সংগঠনটির নেতাকর্মীরা।  

মানববন্ধনটি মাওলানা ভাসানী কলেজ ছাত্রদল শাখার সভাপতি শিশির শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিমন আহমেদ রিয়াদের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ শেখ।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, ক‌লেজ শাখার সাংগঠনিক সম্পাদক অ‌মিত হাসান।

ছাত্রদলের নেতারা বলেন, দেশব্যাপী ধর্ষণের সিরিজ চলতেছে। ধর্ষণের বিচার দেখছি না। যদি বিচার করতে অপারগতা প্রকাশ করে সরকার তাহলে তাদেরকে পদত্যাগ করা ভালো, স্বাধীন বাংলাদেশে কোনও নারী, কোনও মা, কোনও বোন যেন আর ধর্ষণের শিকার না হয় সেজন্য দৃশ্যমান বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে। আছিয়ার মত বোনেরা কেন ধর্ষণের শিকার হবে? তাদের বিচার হতে এত বিলম্ব হবে কেন? আমরা দাবি জানাই আগামী ৭২ ঘন্টার মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করতে হবে। এছাড়া বিচার কার্যক্রম আগামী ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। যদি তাদের বিচার করতে ব্যর্থ হন তাহলে আপনারা পদত্যাগ করুন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!