জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ মোঃ মজনু ফকিরের নেতৃত্বে স্বৈরাচার আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (৯ মার্চ) বিকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পৌর শহরের থানার মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদলের কয়েক শত নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম স্বপন, যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, কলেজ ছাত্রদলের আহবায়ক শামীম আহম্মেদ প্রমুখ। বক্তারা বলেন, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ মোঃ মজনু ফকির আওয়ামী লীগের লোকদের পুনর্বাসনের নেতৃত্ব দিচ্ছেন। ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি শাহ মোস্তাক আহমেদ শওকত এবং আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিকে বিএনপিতে পুর্ণবাসন করেন শাহ মোহাম্মদ মজনু ফকির। যা দলীয় আদর্শের পরিপন্থী। দলের ভেতর থেকে যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজে সহায়তা করে, তাহলে সেটি মেনে নেওয়া যায় না। শাহ মোহাম্মদ মজনু ফকিরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :