চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি ও ছোলাইমদসহ তিন জন কে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ টিম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে বলে জানান বাঁশখালী থানার অপারেশন অফিসার কামরুল হাসান কায়কোবাদ।
সোমবার (১০ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক এ অভিযান পরিচালনা করে মাদক কারবারী সহ পাঁচ জন কে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযানে এ সময় বাঁশখালী পৌরসভার উত্তর জলদি ভাদালিয়া এলাকা হতে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী বজল আহমদের পুত্র শফি আলম ড্রাইভার প্রকাশ শফি আহমদ, একই সাথে সাধনপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আশুতোষ মুখার্জীর স্ত্রী ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী সংগীতা মুখার্জী (৩০) কে গ্রেফতার করে পুলিশ।
পুঁইছড়ি ইউপির জান্নাত এগ্রো ফার্মের সামনে পৃথক আরেক অভিযানে ২০ লিটার ছোলাই মদ সহ তিন জন কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- বাঁশখালী পৌরসভা এলাকার উত্তর জলদী ২ নম্বর ওয়ার্ডের রঞ্জিত বড়ুয়ার পুত্র সাজু বড়ুয়া (২৬), মৃত সাধন বড়ুয়ার পুত্র নির্মুল বড়ুয়া (৫৫), মৃত বিমল কান্তি বড়ুয়ার পুত্র দিপায়ন বড়ুয়া (৫২)।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত দুইজন ও মদকসহ তিনজন কে গ্রেফতার করেছে আমাদের পুলিশের আভিযানিক টিম। আসামীদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :