চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়ে দুই দোকানীকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার ধামাইরহাট বাজারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।এসময় ফুটপাতের বেশ কিছু দোকান উচ্ছেদ করা হয়।
ইউএনও মাহমুদুল হাসান জানান, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার পরিস্থিতি মনিটরিং এবং সংশ্লিষ্টদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত এই অভিযান চালানো হচ্ছে। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ২টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনাও প্রদান করা হয়। রমজান মাসে বাজার পরিস্থিতি নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :