‘যুদ্ধ নয়, শান্তি চাই’ এই শ্লোগানে শেরপুরে ইফতার বিতরণ করছে ‘নৈতিক সম্প্রীতি এবং যুদ্ধ মুক্ত বিশ্ব আন্দোলন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সোমরাব (১০ মার্চ) বিকেলে পিকআপ গাড়ীতে করে শহরের থানা মোড় থেকে খোয়ারপাড় পর্যন্ত ১৫শ প্যাকেট ইফতার বিতরণ করে সংগঠনটি। এসময় ইফতার নিতে গাড়ীর সামনে ভিড় করে পথচারী, অটোরিক্সা ও ভ্যান চালকসহ গাড়ীর যাত্রীরা।
সংগঠনের পরিচালক কাজী আলমগীর হোসেন জানান, সকল ধর্মের মানুষদের সাথে নিয়ে নৈতিক সম্প্রীতিময় সমাজ প্রতিষ্ঠার লক্ষে কাজ করছে এই সংগঠনটি। রমজান মাসে খেটে খাওয়া মেহেনতি মানুষের ইফতারের জন্য এই আয়োজন করা হয়েছে, যা চলমান থাকবে।
এছাড়া অন্যান্য ধর্মের মানুষের বিভিন্ন উৎসবে এই সংগঠন তাদের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে। ইফতার বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের কর্মী আব্দুল্লাহ, সিফাত হোসেন, রিফাত হোসেনসহ অনেকেই।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :