AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফুটবল খেলাকে কেন্দ্র করে  দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০


ফুটবল খেলাকে কেন্দ্র করে  দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফুটবল খেলাকে  কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে  নারী শিশুসহ উভয় পক্ষের প্রায় ৩০জন লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

সোমবার (১০মার্চ)বিকেল পর্যন্ত উপজেলার চাপরতলা  ইউনিয়নের চাপরতলা গ্রামের মোল্লাবাড়ি ও ফকির হাটির লোকজনদের মধ্যে কয়েক দফায় এই সংঘর্ষ  ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে  চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার  চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের তারাউল্লা  মাঠে গত শনিবার (৮মার্চ) ফুটবল খেলায় ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে  একই গ্রামের মোল্লাবাড়ীর আকাশ ও চাপড়তলা হাই স্কুল পাড়ার  বাবুলের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।  পরেরদিন রবিবার (৯মার্চ) সন্ধ্যায় মোল্লাবাড়ীর আকাশকে চাপরতলা বাজারে একা পেয়ে হামলা চালায় হাইস্কুল পাড়ার বাবুলের লোকজন। পরে এই বিষয়টি গ্রামের দুই গোষ্ঠীর লোকজনদের মাঝে ছড়িয়ে পড়লে  উত্তেজনা বিরাজ বাড়তে থাকে এবং সোমবার (১০ মার্চ)বিকেল পর্যন্ত  চলে দফায় দফায় হালমা-পাল্টা হামলা।এই ঘটনা নিয়ে গ্রামের উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংষর্ঘে জড়ায়। এ সময়ে সংষর্ষে নারী ও শিশুসহ প্রায় ৩০ জন আহত হয়। সংঘর্ষের পর চলে উভয় পক্ষের বাড়ীতে লুটপাট ও বাড়িঘর ভাঙচুর।

চাপরতলা গ্রামের মোল্লা বাড়ি লোকজনদের মধ্যে মোহাম্মদ আলমগীর মিয়া জানান, ফকির হাটির লোকেরা আমাদের বাড়ি-ঘরে হামলা করেছে। আমাদের প্রায় ১৩/১৪জন লোক আহত হয়েছে।

চাপরতলা গ্রামের ফকির হাটির লোকজনদের মধ্যে মাহমুদ আক্তার জানান, মোল্লা বাড়ি লোক হামলা চালিয়ে আমাদের বাড়ি-ঘর ভেঙে দিয়েছে। জিনিস পত্রও নিয়ে গেছে।

গ্রামের স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে মোল্লা বাড়ি আর ফকির হাটির লোকজনদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।আজ বিকেলে স্থানীয় মুরব্বি ও পুলিশের সহযোগিতার সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.খায়রুল আলম বলেন,ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।এ ঘটনায় প্রায় ৩০জনের মত আহত হয়েছে। তবে মামলার বিষয়ে  তিনি বলেন, উভয় পক্ষের মামলাই প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ// এ.জে

Link copied!