AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কবর থেকে তোলা হলো জুলাই আন্দোলনে নিহত আল-আমিনের মরদেহ


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০১:৪৬ পিএম, ১১ মার্চ, ২০২৫
কবর থেকে তোলা হলো জুলাই আন্দোলনে নিহত আল-আমিনের মরদেহ

সাত মাস পর মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত অভিনেত্রী তানজিন তিশার সহকারীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। তার নাম আল-আমিন (১৮)।

সোমবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে শ্রীনগর উপজেলার বালাশুর কাশেম নগর কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করে।  

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের উপস্থিতিতে ময়নাতদন্তের জন্য নিহত আল-আমিনের লাশ উত্তোলন করা হয়েছে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।  

নিহত আল-আমিন শ্রীনগর উপজেলার বালাশুর কাশেম নগর গ্রামের আইয়ুব খলিফার ছেলে। ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হন আল-আমিন।

নিহতের বাবা আইয়ুব খলিফা জানান, তার ছেলে অভিনেত্রী তানজিন তিশার সহকারী ছিলেন। সেই সুবাধে ঢাকায় বসবাস করতেন তার ছেলে। ১৯ জুলাই ঢাকার উত্তরায় গুলিবিদ্ধ হন আল-আমিন। পরে তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন (২০ জুলাই) ময়নাতদন্ত ছাড়াই তার লাশ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার গ্রামের বাড়িতে দাফন করা হয়। এ ঘটনায় ওই বছরের ৯ ডিসেম্বর আল-আমিনের বড় ভাই বাদল খলিফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন।  

মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই শাহীন মাহমুদ জানান, সাত মাস পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উত্তরা পশ্চিম থানা ও শ্রীনগর থানা পুলিশের তত্বাবধানে নিহত আল-আমিনের লাশ কবর থেকে তোলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!